news@weeklyinqilab.com|| 86-11 101 AVENUE, OZONE PARK, NY, 11416, USA
ব্রেকিং:

যুক্তরাষ্ট্র

হেফাজতে থাকা অভিবাসী শিশুদের বিতাড়ন আটকালেন বিচারক

Next.js logo

প্রকাশিত:

গতকাল

নিউজটি শেয়ার করুন:

আবু জাফর: ফেডারেল হেফাজতে থাকা অভিভাবকহীন অভিবাসী শিশুদের গুয়াতেমালায় বিতাড়নে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসনের চেষ্টা আটকে দিয়ে রবিবার আদেশ দিয়েছেন ফেডারেল এক বিচারক।

Thumbnail for হেফাজতে থাকা অভিবাসী শিশুদের বিতাড়ন আটকালেন বিচারক
ইনকিলাব

শিশুদের বিতাড়ন আসন্ন এবং তাদের গুয়াতেমালায় পাঠানো অ্যামেরিকান আইনের লঙ্ঘন—আইনজীবীদের এমন যুক্তির পরিপ্রেক্ষিতে বিচারক ওই আদেশ দেন।

রয়টার্স জানায়, অভিবাসী অধিকার নিয়ে কাজ করা ন্যাশনাল ইমিগ্রেশন ল সেন্টার রবিবার সকালে ১০ থেকে ১৭ বছর বয়সী দশ শিশুর পক্ষ হয়ে আদালতে একটি অভিযোগ দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে ওয়াশিংটন ডিসিভিত্তিক ডিস্ট্রিক্ট জাজ স্পার্কল সুকনানান ১৪ দিনের জন্য বিতাড়ন স্থগিত রাখতে ট্রাম্প প্রশাসনকে আদেশ দেন।

 বিচারক দুপুরে জরুরি শুনানির কথা বলে জানান, দৃশ্যত শিশুরা অ্যামেরিকা থেকে বিতাড়নের প্রক্রিয়ায় আছে। অ্যামেরিকার বর্তমান ও সাবেক দুই কর্মকর্তা রয়টার্সকে জানান, গুয়াতেমালার সঙ্গে একটি চুক্তি করেছে ট্রাম্প প্রশাসন। সে চুক্তি অনুযায়ী, অভিভাবকহীন শিশুদের দেশটিতে ফেরত পাঠাবে অ্যামেরিকা।

 চলতি সপ্তাহান্তে শিশুদের বিতাড়ন পরিকল্পনা করে ট্রাম্প প্রশাসন। এ নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে সিএনএন। মা-বাবা কিংবা অভিভাবক ছাড়া অ্যামেরিকায় প্রবেশ করা অভিবাসী শিশুদের সঙ্গীহীন হিসেবে বিবেচনা করা হয়। ফেডারেল আইন অনুযায়ী, পরিবারের কোনো সদস্য পাওয়া কিংবা ফোস্টার হোমে দেওয়ার আগে এসব শিশুকে রাখা হয় ফেডারল সরকার পরিচালিত আশ্রয়কেন্দ্রে।

চলতি বছরের জানুয়ারিতে হোয়াইট হাউসে ফেরার পর রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প অভিবাসী বিতাড়নে নানা তৎপরতা শুরু করেন।



 

বিজ্ঞাপন কর্নার

আমাদের সম্পর্কে

সম্পাদকমণ্ডলীর সভাপতিঃ শাহ নেওয়াজ

উপদেষ্টা সম্পাদকঃ পাভেল মাহমুদ

ইংরেজি পাতার সম্পাদকঃ ফুহাদ হোসেন

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ বদরুদ্দোজা সাগর

প্রকাশক ও সম্পাদকঃ মোহাম্মদ জাহিদ আলম

স্টেশন ইনচার্জঃ মো: মিদুল ইসলাম মৃদুল

টেকনিক্যাল ইনচার্জঃ মো: রাশেদুজ্জামান রাজু

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন